শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনরাজবাড়ী সদরের ‘মূলঘর উচ্চ বিদ্যালয়’-এর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মোল্লার (৪৫) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। তাতে অংশ নেয় গ্রামবাসী ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দও। রবিবার সকালে স্কুলের সামনের আঞ্চলিক সড়কে এ মানববন্ধন হয়। এরপর শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক জাকির হোসেনের ওপর যে হামলা হয়েছে, তা নিন্দনীয় ও লজ্জার। হামলায় বিদ্যালয়ের ছাত্ররা জড়িত বলে জানা গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, গত শনিবার (২২ অক্টোবর) শিক্ষক জাকির হোসেন মোল্লা বিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় একদল হামলাকারী তার পথ রোধ করে। এরপর ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে জখম করে তাকে। শিক্ষক জাকির হোসেন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এআরএল/

আরও পড়ুন: 

টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখছে ইংল্যান্ড