‘মা ইলিশ’ শিকারের অভিযোগে মানিকগঞ্জে ৫৯ জেলের জরিমানা

মানিকগঞ্জমানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলায় আইন অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৫৯ জন জেলেকে আটক করে স্থানীয় পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদের অর্থদণ্ড প্রদান করেন।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.রফিকুল আলম  জানান, সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদের নেতৃত্বে ওই অভিযানে পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম অংশগ্রহণ করেন। অভিযানকালে শিবালয় উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ৪৫ জেলেকে আটক করা হয়।
শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে বিকাল চারটার দিকে ওই ৪৫ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।
এদিকে, দৌলতপুর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করে থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান আটক ১৪ জনকে আড়াই হাজার টাকা জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়ার রায় প্রদান করেন।

উল্লেখ্য, ইলিশের প্রজননের এই সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা আছে।

/এসএ/