নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা

Narayanganj_BNP (2)নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিছিলে লাঠিপেটা ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই সময় ধস্তাধস্তিতে তিনজন আহত  হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম  খন্দকার, মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম  খন্দকার খোরশেদ নেতাকর্মীদের নেতৃত্বে একটি মিছিল বের করেন। মণ্ডলপাড়া ব্রিজ হয়ে মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশ নেতাকর্মীদের গালাগাল করে ব্যানার কেড়ে নেয়। ধস্তাধস্তির পর পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে উত্তেজনার সৃষ্টি হয়। আহত  হন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, যুবদল নেতা জুলহাস ও মাসুদ আহমেদ। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন।

Narayanganj_BNP (4)পরে সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার বলেন, ‘দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মনে রাখা দরকার এ সরকারই শেষ সরকার নয়। সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই বাকশাল কায়েম করছে। আনন্দঘন পরিবেশে পুলিশ আকস্মিক নির্যাতন শুরু করেছে। এটা পুলিশলীগের চরিত্র। পুলিশের এ অত্যাচার কোনোভাবেই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। এ সরকারের পতন অবশ্যই হবে।’

Narayanganj_BNP (5)ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শফিকুল ইসলাম জানান, ‘মিছিল থেকে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিলে আমাদের দিকে তেড়ে আসে কিছু উশৃঙ্খল লোকজন। তখন আমরা বাধা দেই’।

এদিকে, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নারায়ণগঞ্জ জেলা যুবদল কেক কেটেছেন। জেলা বিএনপির কার্যালয়ে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সাদেকুর রহমান সাদেক, জাকির হোসেন বাবু, আবদুর রউফ, জুয়েল হোসেন, রুহুল আমিন, মাসুদুর রহমান, শাহ আলম মুকুল, সালাউদ্দিন, আতাউর রহমান, ইসমাইল প্রধান, আলমগীর হোসেন প্রমুখ।

/বিটি/