নারায়ণগঞ্জে বাস উঠে সাত লাখ টাকা ছিনতাই

ছয় ছিনতাইকারীর মধ্যে দুজননারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাস থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাই হয়েছে।  বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় লিংক রোডের ভূইগড় এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, তারা বারবার নিষেধ করার পরেও চালক বাস থামিয়ে দেয় এবং ছিনতাইয়ের সময়ও বাস দ্রুত চালানোর কথা বললে চালক তা উপেক্ষা করে। পুলিশ ওই ঘটনায় চালক ও হেলপারকে আটক করেছে।

নারায়ণগঞ্জের চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  আবদুল্লাহ মোমেন জানান, ছিনতাইয়ের শিকার স্বর্ণ ব্যবসায়ী ফালান ঘোষ ও প্রদীপ ঘোষ ঢাকায় স্বর্ণ ও রূপা বিক্রি করে উৎসব পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৪-১৮০১) করে নারায়ণগঞ্জ আসছিলেন। লিংক রোডের ভূইগড় এলাকায় বাসটি যাত্রী নামানোর সময় দুটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী বাসটিতে উঠে যাত্রীদের জিম্মি করে ফেলে। তখন ছিনতাইকারীরা ফালান ঘোষ ও প্রদীপ ঘোষের সঙ্গে থাকা সাত লাখ টাকার ব্যাগটি জোর করে ছিনিয়ে নেয়। পরে বাসটি চাষাঢ়া আসার পর অন্য যাত্রীরা চালক ও হেলপারকে মারধর করে। পুলিশ গিয়ে চালক দেলোয়ার হোসেন (৪৩) ও হেলপার জাফরকে (৪২) আটক  করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী জানান, ওই দুইজন ছাড়াও অন্য কয়েকজন যাত্রীর কাছ থেকেও মোবাইলসহ অন্য মালামাল লুটে নেওয়া হয়েছে। বাসটি না থামানোর জন্য বলা হলেও চালক সেটাকে থামিয়ে দেন।

উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট ওই একই স্থানে একই পরিবহনের একটি বাসে ছিনতাইকারীরা উঠে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে নুরুল ইসলাম মারা যান।

আরও পড়ুন:
মাদকের আখড়ায় র‌্যাবের অভিযান, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

/বিটি/