যাকাতের টাকায় ভিক্ষুকদের পুনর্বাসন!

Shariatpur Pic 2ভিক্ষুক ও হতদরিদ্রদের পুনর্বাসনে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন। জেলার বিত্তবানদের কাছ থেকে সংগৃহীত যাকাতের অর্থ দিয়ে হতদরিদ্রদের সেলাই মেশিন ও ছাগল দেওয়া হয়।

মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলা মিলনায়তনে ২৮ জন হতদরিদ্র ভিক্ষুককে ৯ হাজার টাকা সমমূল্যের সেলাই মেশিন, উন্নত জাতের ছাগল ও মুরগি দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, জেলায় ভিক্ষুক ও হতদরিদ্রদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। জেলার সব বিত্তবানদের যাকাতের অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করা হবে। এই তহবিল থেকে পর্যায়ক্রমে জেলার সকল ভিক্ষুক ও হতদরিদ্রদের পুনর্বাসনের আওতায় আনা হবে। তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সার্বিক সহযোগিতা করা হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইকবাল হোসেন চাকলাদার, জাতীয় মহিলা পরিষদ শরীয়তপুরের চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা প্রমুখ।

আরও পড়ুন:
১০ টাকার চাল আশা জাগিয়েছে: শিল্পমন্ত্রী

/বিটি/