আমার পাশে সবাই নেই বলে বিভক্তি করবেন না: আইভী

নারায়ণগঞ্জে গণসংযোগকালে আইভীনারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী গণমাধ্যমকে বিভক্তি সৃষ্টি না করার জন্য আহ্বান জানিয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় আইভী গণমাধ্যমকে এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের অনুসারীরা নির্বাচনের গণসংযোগে অংশগ্রহণ না করার প্রসঙ্গে আইভী বলেন, ‘দলের নেতাকর্মীরা আমার পাশে নেই এমন বিভক্তি সৃষ্টি করবেন না। সবাই আমার পাশে আছে। যারা আসতে পারছে না তাদের নির্বাচনী আচরণবিধির বাধা আছে। আমি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতে চাই না।’

তিনি বলেন, ‘নৌকা প্রতীক দেওয়ার পর থেকে আওয়ামী লীগের সব নেতাকর্মী আমার পাশে আছে। আর প্রতীক বরাদ্দের পর তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে।’

আইভী ভুল নৌকায় পা দিয়েছে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের এমন মন্তব্যের জবাবে আইভী বলেন,‘ভুল নৌকা না শুদ্ধ নৌকা সেটা ২২ তারিখ জনগণের ভোটে প্রমাণিত হবে। এর আগে কেউ কিছু বলতে পারবে না। এ নৌকা শুধু শেখ হাসিনার না, জনগণের প্রতীক, উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধুর নৌকা।’

তিনি আরও বলেন, ‘যে নৌকার মাধ্যমে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের শান্তি আসে, ভবিষ্যতের উন্নয়নের স্বপ্ন দেখে, সেই নৌকা কি কোনও ভুল হতে পারে। জনগণের নৌকা কখনও ভুল হবে না।’

এদিন আইভী ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী মোড় থেকে গণসংযোগ শুরু করেন। পরে কদমতলী গ্যাস ফ্লিড, পানির ট্যাঙ্কি, কলেজ রোড, দক্ষিণ মিজমিজি, কদমতলী পশ্চিম পাড়া, দক্ষিণ কদমতলী হলি চাইল মডেল স্কুল ও আদমজীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

/এমডিপি/