নিখোঁজ হওয়ার চার দিন পর শীতলক্ষ্যায় মিললো যুবকের লাশ

গাজীপুরগাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চার দিন আগে নিখোঁজ হন রাজন মোল্লা (২৫)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার ঘোনাপাড়ার অদূরে শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠে তার মরদেহ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত রাজন মোল্লা কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের জামান মোল্লার ছেলে। জামান মোল্লা জানান, ‘চারদিন আগে রাজন বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করতে যায়। কিন্তু পরে আর বাড়ি ফেরেনি। আমরা বুঝতেও পারিনি যে রাজন নদীতে নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার দিন পর শুক্রবার বিকালে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান তার মরদেহ উদ্ধার করেন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনও সাধারণ ডায়েরি করা হয়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 

‘সাত খুনের বিচার হয়, তনু হত্যায় কেন নয়?’

ভুল চিকিৎসায় বাংলাদেশি শিশুর মৃত্যু, ৩ বছর পর ভুল স্বীকার ব্রিটিশ হাসপাতালের