মুন্সীগঞ্জে বয়লার বিস্ফোরণে স্কুলছাত্র নিহত

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নে নবী রাইস মিলের বয়লারের সেপটিক ট্যাংক বিস্ফোরণে মো. রাব্বি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ফাড়িং বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
রাব্বি বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
নিহতের মামাতো ভাই শামীম আহম্মেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রাব্বি পড়ার টেবিলে পড়তে বসে। বয়লার বিস্ফোরণের ধ্বংসাবশেষ বাড়ির ওপর পড়ে, যার নিচে চাপা পড়ে রাব্বি মারা যায়। এতে আশেপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যা ৭টার দিকে নবী রাইস মিলের বয়লারের গরম তুশ রাখার সেপটিক ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাব্বি নিহত হয় এবং তার বাবা, মা আহত হয়।

তিনি আরও জানান, রাইস মিলের মালিক ইমরান পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে। নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআর/