রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে সন্ত্রাসী হামলা, আহত ৫

রাজবাড়ী

রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে সন্ত্রাসী হামলায় সাব-রেজিস্ট্রারসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছেন।

আহতরা হলেন, সদর উপজেলার সাব-রেজিস্টার গাজী আব্দুল করিম, অফিস সহকারী গুরুদাস হালদার, স্ট্যাম্প ভেন্ডার হারুন শেখ, দলিল লেখক রেজাউল ইসলাম, ট্যাক্স কালেক্টর আব্দুল মালেক।

অফিস সহকারী গুরুদাস হালদার সংবাদক কর্মীদের জানান, বিকেলে ৫ থেকে ৬ জনের একটি দল অফিসে ঢুকে ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে সম্মত না হলে সন্ত্রাসীর তাদের মারধর করে।

সাব-রেজিস্ট্রার গাজী আবদুল করিম সংবাদ কর্মীদের জানান, তিনি কয়েক মাস আগে সদরে যোগদান করেছেন। সন্ত্রাসীরা প্রথমে অফিস সহকারীকে মারধর করে। পরে এজলাসে বসে থাকা অবস্থায় তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে অফিসের আরও কয়েকজন এগিয়ে আসলে  তাদেরও মারধর করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সাংবাদিক দীপঙ্কর হত্যায় জঙ্গির জবানবন্দি মানছে না পরিবার