নারায়ণগঞ্জে মাদক পাচারে স্কুলছাত্রদের ব্যবহার, আটক ১

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে মাদক পাচারে পুলিশের দৃষ্টি এড়াতে স্কুলের ছাত্রদের ব্যবহার করছে ব্যবসায়ীরা। কৌশলে স্কুল ব্যাগের ভেতরে ইয়াবা পাচারের সময়ে নাজমুল হোসেন (১৬) নামে এক ছাত্রকে আটকের পর বেরিয়ে এসেছে এসব তথ্য। মূলত যেসব শিক্ষার্থীর পরিবারে আর্থিক অভাব অনটন আছে ওইসব পরিবারের ছাত্রদের টার্গেট করেই এ কাজে ব্যবহার করা হচ্ছে।

রবিবার (১৯ মার্চ) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবস্থিত ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। নাজমুলের বাড়ি আড়াইহাজার উপজেলার ইলমদী এলাকায় এবং আড়াইহাজার সিংহদীয়া মোতালেব ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অটল দাস জানান, সাইনবোর্ড এলাকার পুলিশের চেকপোস্টে গাড়ি তল্লাশি চলাকালে একটি সিএনজি তল্লাশি করে নাজমুল হোসেন নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছে সাড়ে ৩০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে নিজেকে স্কুলছাত্র হিসেবে দাবি করেছে। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আটক নাজমুল জানান, আড়াইহাজারে জনৈক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। ওই ব্যবসায়ী তাকে দুই হাজার টাকার বিনিময়ে সাড়ে ৩০০ পিছ ইয়াবা আড়াইহাজার হতে শহরের চাষাঢ়া মাদক ব্যবসায়ী জনৈক মাসুদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়।

/এআর/