গোপালগঞ্জে পদদলিত হয়ে পুণ্যার্থীর মৃত্যু

Kashiani Picture 26.03.17 (02)গোপালগঞ্জের কাশিয়ানীতে বারুণী স্নানোৎসবে পদদলিত হয়ে ফটিক চন্দ্র মধু (৭৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আজ  রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফটিক চন্দ্র মধুর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলী নুর হোসেন পুণ্যার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিহত ওই পূণ্যার্থী পায়ে হেঁটে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে আয়োজিত দুশ’ বছরের ঐতিহ্যবাহী বারুণী স্নানে যোগ দিতে ওড়াকান্দি ঠাকুরবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঠাকুরবাড়ি সংলগ্ন ব্রিজের ওপর উঠলে মানুষের ধাক্কায় পড়ে গিয়ে তিনি পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর  পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে যায় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

/বিএল/