মাধবদী থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

 

নরসিংদীনরসিংদী আদালতের আদেশ অমান্য করে জমি দখল করিয়ে দেওয়ার অভিযোগে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনীষা রায়ের আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন কোতোয়ালীরচর দড়িকান্দি এলাকার আনোয়ার হোসেন। বাদীপক্ষের আইনজীবী খালেদ আহমেদ লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামিরা হলেন- স্থানীয় তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা, ব্যবস্থাপনা পরিচালক লোটু সাহা, মাধবদী পৌর কমিশনার গৌতম, ঠিকাদার দুলাল। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
আইনজীবী খালেদ আহমেদ লিংকন জানান, মামলা আমলে নিয়ে ১৩ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা করলে ব্যবসায়ী লোটু সাহা ও চন্দন কুমার সাহার বিরুদ্ধে আনোয়ার হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। আদালত নালিশা ভূমিতে ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করে মাধবদী থানার ওসিকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওসি ইলিয়াছ ও কমিশনার গৌতম বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে নালিশা ভূমি থেকে উচ্ছেদ করে তা লোটু সাহা ও চন্দন কুমার সাহাকে দেওয়ার চেষ্টা শুরু করেন ইলিয়াছ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবদী থানার ওসি ইলিয়াছ জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

/এমএ/এএ/