মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

গোপালগঞ্জগোপালগঞ্জের মুকসুদপুরে পৌরসভার নির্বাচন পরবর্তী পৃথক দুটি সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন।বুধবার (২৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিয়ার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপুর সমর্থকদের ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রিমা বেগমের সমর্থকদের সঙ্গে তাহমিনার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ পরাজিত মেয়র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপু ও তার ছেলে মোজাহিদ মহসীনকে আটক করেছে ।

বুধবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিয়ার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপুর সমর্থকদের কথা কাটাকাটির একপর্যায়ে সংর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
অন্যদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রিমা বেগমের সমর্থক ও তাহমিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এ দুটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনার পর মুকসুদপুর পৌরসভা এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

/এআর/