সিদ্ধিরগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পশ্চিম জালকুড়ি এলাকা থেকে জাহানারা বেগম সত্তর বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বুধবার রাত বারোটায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ  করেছে। সিদ্ধিরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহানারা বেগমের স্বামীর নাম মৃত ফরহাদ আলী। সুমন প্রধান নিহতের এক মাত্র ছেলে। পুলিশ ছেলে ও আশে পাশের ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করছে।
নিহতের ছেলে সুমনের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুস সাত্তার জানান, তিন দিন আগে  চট্রগাম থেকে এক দম্পতি তাদের বাসা ভাড়া নেয়। ওই দম্পতি তাদের জানান যে তারা নতুন বিয়ে করেছে । এ কারণে তারা বাসা ভাড়া দিয়েছেন।

ওসি জানান নিহতের ছেলের দাবি, ওই দম্পতি তার মাকে হত্যা করে লাশ ফেলে রেখে বাহির থেকে দরজা তালা লাগিয়ে পালিয়ে গেছে। তবে সুমন ভাড়াটিয়াদের নাম পরিচয় জানাতে পারেননি।

তবে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান,  ছেলের ভাষ্যমতে ভাড়াটিয়ার রুম থেকেই জাহানারা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বাসায় ভাড়াটিয়া ছিলো এমন কোনও আলামত পাওয়া যায়নি। আশেপাশের  লোকজনও বাসায় ভাড়াটিয়া ছিলো বলে দেখতে পায়নি। যে কারণে হত্যার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে। কে বা কারা কি কারণে এই বৃদ্ধাকে হত্যা করেছে।

/এএ/