যে সংশোধিত বাজেট পাস হবে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাজেট প্রসঙ্গে বলেছেন, ‘জাতীয় সংসদে বাজেট নিয়ে যে বির্তক হচ্ছে  এই বির্তক গনতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। এই বির্তকই হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বির্তক না থাকলে কোনোদিন গনতন্ত্র প্রতিষ্ঠা পায় না।  আমি বিশ্বাস করি, আগামী ২৯ জুন সংসদে যে সংশোধিত বাজেট পাস হবে  সে বাজেট সবার কাছে গ্রহণযোগ্য হবে, জনগণ খুশি হবে এবং বিএনপির মুখ বন্ধ হবে।’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোড এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট কার্যক্রম পরির্দশনে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রধামনন্ত্রী শেখ হাসিনা বাজেটের সব স্টেক হোল্ডার নিয়ে বসেছেন, আলাপ আলোচনা করেছেন। বাজেটের কিছু কিছু অংশের আমাদের সংসদ সদস্যরা বিরোধীতা করেছেন। বাজেট উপস্থাপন মানেই বাজেট পাস নয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংবিধানে সহায়ক সরকার বলে কোনও বিধান নেই। দুনিয়ার কোনও গণতান্ত্রিক দেশে সহায়ক সরকার বলে নির্বাচনকালিন কোনও সরকার নেই। তাহলে বাংলাদেশে কেন বেগম জিয়া এ এক্সপেকটেশন করছেন। তিনি কি সহায়ক সরকার করেছিলেন? এখন এসব কথা বলে কোনও লাভ নেই। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে বেগম জিয়া আসবেন সেটাও আমরা জানি। কারণ এ নির্বাচনে আসার জন্য তাদের নিজেদের দলের ভেতরই চাপের মুখে আছেন। এই নির্বাচনে না আসলে বিএনপির পরিণতি মুসলিমলীগের চেয়ে খারাপ হবে। এ ধরনের অস্তিত্বের ঝুঁকি বেগম জিয়া  নেবেন বলে আমার বিশ্বাস হয় না।’

মহাসড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক অনেক ভালো আছে। জেলা সড়কও চলাচলযোগ্য আছে। খুব বড় ধরনের দুযোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি না হলে এ বছর ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। জনগণের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে ইঞ্জিনিয়ারদের ছুটি বাতিল করা হয়েছে। যেখানে রাস্তায় ত্রুটি দেখা যাচ্ছে সেখানেই মেরামত করা হচ্ছে। যেখানে পানি জমে যাচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। কোনও প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না।  বুধবারও মানিকগঞ্জ ও গাজীপুরের দুইজন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে।’

মেঘনা-গোমতি সেতুর টোল প্লাজায় স্কেল লোডিং দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জাববে ওবায়দুল কাদের বলেন, ‘টোল প্লাজায় অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে। আমি নিজে দুই দিন টোল প্লাজায় গিয়ে অনিয়ম পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতিনিয়ত তদারকির করছেন। আমি নিজেও তদারকি করছি। যদি কোনও অনিয়ম ধরা পড়ে তাহালে কোম্পানির কার্যক্রম বাতিল করে দেওয়া হবে। এ ব্যাপারে  কোনও অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না।’

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মবর্তা  আবু নাসের, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ অফিসের অলিউর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফএস/ 

আরও পড়ুন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ঢাকা-মাওয়া ফাঁকা