গরিবের হোটেল ‘রবিনহুড’

 

Hotel Robin hood-1মাথার ওপর নেই ছাউনি, চারপাশে নেই দেওয়াল। নেই চেয়ার-টেবিল, বসতে হয় মেঝেতেই। এমনকি এখানে খাওয়ার জন্য নেই কোনও বিল। এটিই গরিবের হোটেল, নাম তার রবিনহুড। টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনারের পাদদেশে অস্থায়ী এই হোটেলের অবস্থান।

এখানে বিনে পয়সায় গরিব, দুঃস্থদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন হোটেল ব্যবসায়ী মির্জা মাসুদ রুবল। গত দুই মাস যাবৎ প্রতিদিন অনাহারে থাকা অসংখ্য মানুষের মুখে একবেলা খাবার তুলে দিচ্ছেন তিনি। মির্জা মাসুদ রুবেল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল প্রতিনিধি এবং নিরালা মোড়ে অবস্থিত নিরালা হোটেলের স্বত্বাধিকারী। তারই অর্থায়নে প্রতিদিন এই রবিনহুডে ১৫০ থেকে ১৮০ জন মানুষকে খাওয়ানো হয়। ভিক্ষুক, রিকশাওয়ালা, দিনমজুরসহ ছিন্নমূল লোকেরা এখানে খেতে আসেন। খাবার তালিকায় থাকে ভাত, মাছ, ডিম, মুরগি ও গরুর মাংস।

Hotel Robin hood-3এখানে খাবার বিতরণ করতে আসা মো. সাগর মিয়া বলেন, ‘প্রথমে আমরা খাবার বিতরণ করতাম মাত্র ৫০-৬০ জনের মধ্যে, আর এখন সেটার সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনের ওপর। আমাদের বিশ্বাস এ সংখ্যা আরও বাড়বে।’

খাবার খেতে আসা আসাদুর বলেন, ‘আমি প্রতিদিন এখানে এসে তৃপ্তি সহকারে রাতের খাবার খাইতে পারতেছি। এভাবে আমি আগে কোনওদিন খাইনি।’

শহরে ভিক্ষা করে বেড়ানো জামেলা বিনে পয়সায় দারুণ খাবার পেয়ে খুশিতে বিহ্বল। জামেলা বলেন, ‘সবার সঙ্গে বসে খাবার খেয়ে মনে হয় পৃথিবীটা কত সুন্দর।’ একই রকম কথা শোনান এখানে প্রতিদিন খাবার খেতে আসা অনেকেই। এখন আর তারা কেউ রাতের খাবারের জন্য কোনও চিন্তা করেন না বলে জানান।

Hotel Robin hood-2এমন উদ্যোগের কথা জানতে চাইলে মির্জা মাসুদ রুবল বলেন, ‘আমার হোটেলের ব্যবসা। সমাজের সামর্থ্যবানরা হোটেল থেকে খাবার কিনে খেতে পারে। কিন্তু গরীব মানুষ কিনে খেতে পারে না। তাই ঠিক করলাম দিনে অন্তত একবার গরিব মানুষদের বিনামূল্যে ভালো খাবার খাওয়াবো। মে মাসের ৫ তারিখ থেকে আমি গরীব, অসহায় মানুষদের রাতে এক বেলা খাওয়ার ব্যবস্থা করেছি। যতদিন সৃষ্টিকর্তা আমাকে সহায়তা করবেন ততদিন আমি গরিবদের মাঝে প্রতিদিনই খাবার বিতরণ করে যাবো।’

হোটেলের নাম ‘রবিনহুড’ নামকরণের বিষয়ে জানতে চাইলে রুবল বলেন, ‘ইউরোপের একটি দেশে বেকার যুবকদের জন্য খাওয়ার ব্যবস্থা করতো রবিনহুড নামের একটি প্রতিষ্ঠান। পরে সেটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। আমারও তেমনই ইচ্ছা আছে। তাই এটিরও নামকরণ করা হয়েছে রবিনহুড।’

/এমও/টিএন/আপ-এআর/