গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার ক্রিকেটার রাজ্জাক

বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাকঈদ শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ‍দুর্ঘটনার শিকার হয়ে আহত হন জাতীয় দলের বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এসময় তার পরিবারের পাঁচ সদস্যও আহত হন। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলি নুর জানান, ঈদ পালন করে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী, সন্তান ও পরিজন নিয়ে প্রাইভেট কারে গ্রামের বাড়ি বাগেরহাট থেকে ঢাকায় ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এসময় গাড়িটি ভাটিয়াপাড়ায় পৌঁছালে চাকা পাংচার হয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে রাজ্জাক আহত হন। এসময় আঘাত পান রাজ্জাকের স্ত্রী ইশরাত জাহান অনি, ছেলে আদিয়ান, বড় বোন ও রাজ্জাকের দুই ভাগ্নি।Gopalganj-Road-Accident-Abdur-Razzak-Photo-28.06

তিনি আরও জানান, পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় সবাইকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, রাজ্জাকের শরীরের বিভিন্ন জায়গায় ছিলে গেছে তবে সবাই এখন শঙ্কামুক্ত। দুর্ঘটনার সময় নিজে ড্রাইভিং করছিলেন রাজ্জাক।

/এআর/