ধামরাইয়ে অ্যাম্বুলেন্স খাদে, নিহত ২

সড়ক দুর্ঘটনাধামরাইয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত  হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৮ জুন) বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের বাতুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকের (২৫) বাড়ি রাজবাড়ী জেলায়। তার বাবার নাম মাইনুদ্দিন। নিহত অ্যাম্বুলেন্স চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয় একটি পরিবার। পরে বেলা ১১টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কের বাতুলি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শফিক নামে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। খবর পেয়ে গোলরা হাইওয়ে ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) দীপক চন্দ্র শাহ বলেন, অ্যাম্বুলেন্সের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/বিএল/