গাড়ি পোড়ানোর মামলায় গাজীপুর সিটির ৬ কাউন্সিলর কারাগারে

 

জামিন নামঞ্জুর হওয়ার পরে কারাগারে নেওয়ার আগে প্রিজনভ্যানে ওঠার সময় গাজীপুর সিটি করপোরেশনের ছয় কাউন্সিলরগাড়ি পোড়ানোর মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ৬ জন ওয়ার্ড কাউন্সিলরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার গাজীপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার মামলার আসামি আটজন ওয়ার্ড কাউন্সিলর গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ওই আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে অন্য দুই আসামি ৩ নম্বর (সংরক্ষিত) ওয়ার্ডের কাউন্সিলর শিরিন চাকলাদার ও ৪২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন।

যাদের জামিন নামঞ্জুর করা হয়েছে, তারা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ২৬নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ২০নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম, ৫৩নম্বর ওয়ার্ডের মো. সফিউদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মো. আলেক ও ১৫নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার। তারা সবাই বিএনপি সমর্থক কাউন্সিলর।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম ও অতিরিক্ত পিপি শরীফ মো. ফজলে রাব্বী জানান, গত বছরের ১৫ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় ৬০/৭০ জন দুষ্কৃতকারী নাশকতা করার উদ্দেশ্যে কালিয়াকৈর-গাজীপুর রুটে চলাচলকারী কেপি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগিয়ে দেন। এ সময় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই জয়দেবপুর থানার এসআই আহাদুল ইসলাম বাদী হয়ে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে  মেয়র এমএ মান্নান ও ৯ জন ওয়ার্ড কাউন্সিলরসহ ৪০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০/৩০জন বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান ১৬ জন ওয়ার্ড কাউন্সিলর, মেয়র এমএ মান্নানসহ মোট ৫১জনের নামে ওই বছরের ২৭ জুলাই আদালতে চার্জশিট জমা দেন। এ ঘটনার সঙ্গে জড়িত নেই উল্লেখ করে আটজনের নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

/এমএনএইচ/