বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধবৈরী আবহাওয়া ও নদী ভাঙনের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়ছে। দমকা হাওয়ায় পদ্মায় প্রবল স্রোতের তৈরি হওয়ায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান,বৈরী আবহাওয়ায় কারণে পদ্মা নদী উত্তাল হয়ে পড়েছে। এই অবস্থায় লঞ্চ চলাচল রাখা হলে দুর্ঘটনা ঘটার সম্ভবনাকে বিবেচনায় রেখে এই রুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে লঞ্চ চলাচল শুরু করার নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।

দৌলতদিয়া আল আমিন লঞ্চ শিপিং লাইনের মান্যেজার সেলিম জানান,দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আবহাওয়া ঠিক হলে আবার লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

 /এসটি/