মানিকগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: একজনের যাবজ্জীবন

 

মানিকগঞ্জমানিকগঞ্জের সিঙ্গাইরে গরু ব্যবসায়ী আজাহার হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড  অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি সাচ্চুর উপস্থিতিতে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৫ আসামি-কিরমান, ফজলুল করিম, কবির, আনিস ও আলীকে বেকসুর খালাস দেওয়া হয় ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৪ অক্টোবর গভীর রাতে  ঢাকার গাবতলী গরুরহাট থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে নিজবাড়িতে ফেরার পথে খুন হয় আজাহার। ঘটনার ৪ দিন পর নিহত আজাহারের স্ত্রী সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তপূর্বক ৬ জনকে আসামি করে ২০১৫ সালে ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। 

১৩ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। 

/এআর/