সোনারগাঁওয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৪৩

সোনারগাঁ থেকে গ্রেফতার জামাত-শিবিরের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্ট হোটেল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিমসহ জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে সোনারগাঁও পৌরসভার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সমানে অবস্থিত ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আটকের সময় জিহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়েছে। তবে সোনারগাঁও জামায়াতের আমির ড. ইকবাল সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা মহানগর ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে যোগ দিতে নেতকার্মীরা ওই হোটেলে গিয়েছিলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম (ছবি- সংগৃহীত)সোনারগাঁ থানার ওসি মোর্শেদ বলেন, ‘রাজধানী ও এর আশপাশের জেলার জামায়ত-শিবিরকর্মীরা সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে একটি চাইনিজ রেস্তোরাঁয় গোপন বৈঠক করছে— এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল স্থানীয় এলাকাবাসীর সহয়তায় ওই চাইনিজ রেস্তোরাঁটি ঘিরে ফেলে। এসময় রেস্তোরাঁর ভেতরে থাকা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্লেট ও গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ছুঁড়ে মারে। পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুঁড়লে জামায়াত-শিবিরকর্মীরা সেখানে অবস্থান নিয়ে লুকানোর চেষ্ট করে। অনেক নেতাকর্মীর রেস্তোরাঁ থেকে কৌশলে পালিয়ে যায়।’

সোনারগাঁয় চাইনিজ রেস্তোরাঁ থেকে জামাত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার কর হচ্ছে ওসি আরও বলেন, ‘ওই বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। রাজধানী ঢাকা বা আশপাশের জেলার কোনও একটি স্থানে নাশকতা করতেই এই গোপন বৈঠক করা হচ্ছিল।’ তিনি জানান, রেস্তোরাঁয় খাবারের জন্য দেওয়া অর্ডার থেকে জানা গেছে, একশ ২০ জনের জন্য খাবারের অর্ডার দেওয়া হয়েছিল। গ্রেফতারকৃতদের মধ্যে আইডিয়াল স্কুল উত্তরা শাখার একজন শিক্ষকও রয়েছেন বলে জানান তিনি।
গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে জামায়তের বড় কোনও নেতা আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে, নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকের তথ্য অস্বীকার করেছেন সোনারগাঁও জামায়াতের আমির ড. ইকবাল। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা মহানগর ছাত্রশিবিরের একটি অনুষ্ঠান ছিল ওই রেস্তোরাঁয়। ওই অনুষ্ঠান থেকে অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।’
আরও পড়ুন-

নারায়ণগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

গাজীপুরে সেই পরীক্ষার ভেন্যুতে আ. লীগের জনসভা বাতিল

/এসটিএস/জেবি/টিআর/