স্বাধীনতাবিরোধী শক্তি এগিয়ে যাওয়ার পথে বড় বাধা: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ এবং দুর্নীতিবাজরা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। আমরা সাংবাদিক সমাজ তাদের বিরুদ্ধে আমাদের লেখনী ও বক্তব্য ব্যবহার করবো।’ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী৫৭ ধারাকে বাতিল করে সংশোধন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, সাংবাদিক সমাজের পক্ষ থেকে ৫৭ ধারাকে বাতিল করে এর অপব্যবহার ও অপপ্রয়োগ রোধের জন্য দাবি এসেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এরপর শ্রদ্ধা জানায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতারাএ সময় উপস্থিত ছিলেন প্রায় ১০০ সাংবাদিক নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য— ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, পিআইবি’র চেয়ারম্যান গোলাম সারওয়ার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, বাসস-এর সাবেক এমডি আজিজুল হক ভূঁইয়া, প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সমবায় সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, খুলনা ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হাসান, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি জিহাদুর রহমান প্রমুখ।

/জেএইচ/