গোপালগঞ্জে শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধস্থলে অনুষ্টিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী খন্দকার রেজাউল হাসেম, শিল্পী কামরুজ্জামান তালুকদার, জেলা কালচারাল কর্মকর্তা মামুন বিন সালেহ।

বঙ্গবন্ধুর ছবি আঁকছেন এক শিক্ষার্থীএ প্রতিযোগিতায় জেলার সব বিদ্যালয় থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধস্থলে চার দিনের আর্টক্যাম্প বসানো হয়েছে। এতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ময়ময়সিংহ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

/বিএল/