ফরিদপুরে অপহরণের আড়াই ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার

ফরিদপুর

ফরিদপুরে শনিবার সকাল ৯টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অপহরণে শিকার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে আড়াই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৮। ওই ছাত্রীকে শহর তলীর রঘুনন্দনপুর থেকে উদ্ধার করা হয়। র‌্যাব- ৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালী থানার বাহিরদিয়া এলাকার মো. বাবলু শেখের ছেলে আলামিন ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে বলে জানা গেছে।

ফরিদপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, শহরে একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সকাল ৯টার দিকে কোচিং শেষ করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়ালচামট আঙিনা ব্রিজ এর ওপর পৌঁছালে আলামিন ও তার পাঁচ-ছয় জন সঙ্গী মোটরসাইকেলে করে এসে অটোরিকশার গতিরোধ করে। পরে বখাটেরা জোর করে অটোরিকশায় উঠে ওই ছাত্রীর হাত পা ও চোখ বেধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে র‌্যাবের একাধিক টিম প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অপহরণের আড়াই ঘণ্টা পর বেলা ১১টা ৩০ মিনিটে সদর উপজেলার রঘুনন্দনপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আলামিনসহ অন্যরা কৌশলে পালিয়ে যায়।

এই ঘটনায় ছাত্রীর মামা মো. খোকন মিয়া ফরিদপুর কোতোয়ারি থানায় একটি মামলা করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: পার্লামেন্ট অবৈধ হলে প্রধান বিচারপতির নিয়োগও অবৈধ: শিল্পমন্ত্রী