বঙ্গবন্ধু সেতু পূর্ব গাইড বাঁধে ধস

টাঙ্গাইলবঙ্গবন্ধু সেতু পূর্বপারের দুই কিলোমিটার দক্ষিণে গাইড বাঁধের ১০মিটার অংশ ধসে গেছে। শনিবার রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার গোরিলাবাড়ির যমুনা নদীর তীরবর্তি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাঁধের ১০ মিটার অংশের ব্লক পানিতে ধসে গেছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার বঙ্গবন্ধু সেতুপূর্ব সেতুর সীমানা প্রাচীরের ৫০ গজ দক্ষিণে গাইড বাঁধের ১০মিটার এলাকায় ব্লকগুলো যমুনা নদীতে ধসে পড়েছে। এতে সেখানে গর্তের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ধস ঠেকাতে কাজ শুরু করে।

জানা গেছে, ২০০৪ সালে বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার গোরিলাবাড়ি এলাকায় সেতুর মুল অংশের বাইরে স্থানীয় বাড়িঘর যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য বেশ কিছু অংশে সিসি ব্লক স্থাপন করে। বঙ্গবন্ধু সেতুপূর্ব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর দুই কিলোমিটার দক্ষিণে কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকায় রাস্তার কিছু অংশের ব্লক নদীতে ধসে পড়েছে। সেটি মূল সেতুর বাইরে। এতে  রাস্তা ভেঙে যায়নি। সেতু অক্ষত আছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ধসের অংশটুকু সেতুর মধ্যে পড়ে না।’

/এফএস/ 

আরও পড়ুন- ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগযোগ বন্ধ