৩৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

tangailটাঙ্গাইলের পৌংলী নদীর ওপর রেলসেতু ধসে যাওয়ার অংশের মেরামত কাজ শেষে হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকাল ৪টার দিকে ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শেষ হয়। বন্ধ থাকার ৩৫ ঘন্টা পর বিকাল সাড়ে ৫টায় রংপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি ট্রেন রংপুর থেকে ঢাকার দিকে রওনা হয়।

এর আগে সোমবার (২১ আগস্ট) বিকাল ৪টা ৫মিনিটে মেরামতের জন্য মালামাল বহনকারী একটি ট্রেন পরীক্ষামূলকভাবে ব্রিজের এপার-ওপার করেছে।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষামূলক ট্রেন চলাচল শেষ হয়েছে। সামান্য কিছু ত্রুটি ছিল তা মেরামত শেষ হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।’

প্রসঙ্গত, রবিবার (২০ আগস্ট) সকাল ৬টায় পৌলী সেতুর অ্যাপ্রোচ ধসে যায়। প্রায় ৩০ ফুট ধসে যাওয়া অংশের মেরামত শুরু হয় সকাল ১০টা থেকে। মেরামত কাজে রেলওয়ের পাকশী ও জয়দেবপুর আসা প্রকৌশলীরা দায়িত্ব পালন করেন।