মাদকবিরোধী র‌্যালি করায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রুপগঞ্জে মাদকবিরোধী র‌্যালির আয়োজন করায় এক কলেজ শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে পাচঁজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় মাদক ব্যবসায়ীরা বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। সোমবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চর-চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ডেমরা কলেজের প্রভাষক শামিম আলম বলেন, ‘৩ মাস আগে মাদকের আখড়াখ্যাত চনপাড়া বস্তি এলাকায় জনসাধারণ ও শিক্ষার্থীদের নিয়ে একটি মাদকবিরোধী র‌্যালির আয়োজন করি। সে কারণে পুলিশ মাদক ব্যবসায়ী শিপাকে আটক করে। পরে সে জামিনে বের আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জেরে সোমবার সকালে বস্তির চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল, সিয়াম, রাজিব, আতাবুর, রেহান ও জামানসহ ১০/১২ জন মিলে আমার বাড়িতে হামলা করে।’
তিনি আরও বলেন, ‘হামলাকারীরা আমার স্ত্রী, ছোটভাই, মা, ভাবী ও বড়ভাইকে কুপিয়ে জখম করে। বাড়ির তিনটি ঘর ভেঙে নগদ টাকা, মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কলেজ শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’