‘টাকা ও মোবাইল নিয়ে শুভ্রকে হাত-পা বেঁধে ডোবায় ফেলে দেয় ছিনতাইকারীরা’

arrestনারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজের ছাত্র শাহরিয়াজ মাহমুদ শুভ্র হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজি অটোরিকশাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ১২ (আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এসআই মনিরুজ্জামান ও এসআই আরিফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. ইয়ামিন ওরফে আল আমিন, মো. জালাল, জুয়েল ও মো. রবিন ওরফে রিকশা রবিন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, ‘কলেজ ছাত্র শুভ্র ফতুল্লার শিবু মার্কেট এলাকা ছিনতাইকারী চক্রের সিএনজি অটোরিকশা করে সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশে ওঠে। পথে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য হাত-পা বেঁধে শুভ্রর সঙ্গে থাকা নগদ ৬০০ টাকা ও একটি মোবাইল কেড়ে নেয়। পরে তাকে ভূঁইগড় এলাকায় সড়কের পাশে ডোবায় ফেলে চলে যায়। পরে সে রাস্তার পানিতে তলিয়ে যায়।’
এসআই আরও বলেন, ‘ছিনতাইকারী চক্রের হোতা সিএনজিচালক আল আমিন শুভ্রর মোবাইলে সিম দিয়ে তার মায়ের সঙ্গে কথা বলে। এই সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।’
উল্লেখ্য, শুক্রবার (৮ আগস্ট) ভোরে ফতুল্লার লালপুর এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজের একদিন পর অজ্ঞাত বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বাবা কামাল সিদ্দিকী ছেলে শুভ্রর লাশ শনাক্ত করেন। সে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় একটি পত্রিকার অনলাইন সংস্করনে কম্পিউটার বিভাগে কাজ করতেন। এই ঘটনায় শুভ্রর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।