পরিবেশ দূষণ করায় পাঁচ কারখানাকে ৩৬ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদফতরপরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র না নিয়ে কারখানা পরিচালনা এবং পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় পাঁচটি কারখানাকে ৩৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) গাজীপুরের একটি কারখানাসহ পাঁচটি কারখানাকে ওই জরিমানা করে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং।

পরিবেশ অধিদফতর, ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, ঢাকা ও টাঙ্গাইল জেলার পাঁচটি কারখানার মালিক বা প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি করেন। শুনানি শেষে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডকে তিন লাখ টাকা, ঢাকা মহানগরের মিরপুর এলাকার হাওলাদার ওয়াশিং প্লান্টকে ১২ লাখ ৪৭ হাজার ২৩২ টাকা, এক্সিম অ্যাপারেলস লিমিটেডকে তিন লাখ ২৪ হাজার ৯৬ টাকা ও রেগুলার ওয়াশিং প্লান্টকে এক লাখ ৯০ হাজার ৪০০ টাকা এবং টাঙ্গাইলের মহেড়া পেপার মিলসকে ১৫ লাখ ৪৮ হাজার ৫৬০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর আগে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম ওইসব কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে।

আরও পড়ুন:

‘আশিয়ানভুক্ত দেশগুলো চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব’