শ্রীপুরে পুলিশের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

বাল্য বিয়েগাজীপুরের শ্রীপুরে পুলিশের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অন্তরা (১৩) নামে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাওনা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে এ বিয়ে বন্ধ করে পুলিশ। ওই ছাত্রী মাওনা মেধাবিকাশ কিন্ডারগার্টেনের সপ্তম শ্রেণির ছাত্রী। সে চকপাড়ার সুরুজ মিয়ার মেয়ে।

ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ওই ছাত্রীর বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হন। পরে মেয়ের প্রাপ্ত বয়স (১৮ বছর) হওয়ার কোনও প্রমাণ দেখাতে পারেননি বাবা সুরুজ মিয়া। অভিভাবকদের বিয়ে বন্ধ করার কথা বললে তারা রাজি না হওয়ায় শ্রীপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বিয়ে বন্ধ করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মেয়ের বাড়িতে ইউপি সদস্যকে নিয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবককে বুঝালে তারা বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেন। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলেও মুচলেকা দেন সুরুজ মিয়া।

আরও পড়ুন:

লিপু হত্যার এক বছরেও চার্জশিট হয়নি, তদন্তে অবহেলার অভিযোগ