ডকইয়ার্ডে অগ্নিকাণ্ড, ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের বন্দরঘাট এলাকার  খন্দকার ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন ডকইয়ার্ডের চার শ্রমিক। শুক্রবার (২০ অক্টোবর) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ চার জন শ্রমিক হলেন -বিল্লাল হোসেন (৪০),সোহরাওয়ার্দী (৩৫),কবির হোসেন (২৮) এবং হাসিম মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কয়েকজন শ্রমিক ডকইয়ার্ডে ওয়েল্ডিং ও গ্যাস দিয়ে  নির্মাণাধীন একটি জাহাজের  লোহার প্লেট কাটার কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে চার জন শ্রমিক অগ্নিদগ্ধ হন।  

খন্দকার ডকইয়ার্ডের ম্যানেজার আসলাম বলেন, ‘জাহাজের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে  শ্রমিকরা কাজ করছিল। এ সময় গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় পাইপের লিকেজ থেকে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘আহতদের নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে  স্থানান্তর করা হয়েছে। ’