টাঙ্গাইলে হত্যা মামলায় যুবকের ফাঁসি

ফাঁসিটাঙ্গাইলে হত্যা মামলায় জুয়েল রানা (২৫) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ রায় দেন। জুয়েল কালিহাতী উপজেলার আলীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আনোয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৫ সালে ১৫ ডিসেম্বর কালিহাতী উপজেলার মোটরসাইকেল চালক শামীমকে হত্যা ও মোটরসাইকেল গুম করার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জুয়েলকে ফাঁসির আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান। একই মামলার অপর দুই আসামি জাকির হোসেন ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের উভয়কেই বেকসুর খালাস দেওয়া হয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আলমগীর খান মেনু আর তাকে সহায়তা করেন এপিপি মনিরুজ্জামান সেলিম। এছাড়াও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাইজুল ইসলাম।