রূপগঞ্জের যুবলীগ নেতা মিজান হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা যুবলীগ নেতা মিজনুর রহমান মিজান হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। রবিবার দুপুরে নিহতের ছোট ভাই মঞ্জুর আলম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় এ মামলা করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য জানান।

মামলায় যাদের নাম উল্লেখ আছে তারা হলেন- জাইদুল, সিরাজ,রহিম, নাজমুল , সুজন, হৃদয় ও মুনসুর।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় জাইদুলের সঙ্গে মামলার বাদী মঞ্জুর আলমের বিরোধ চলছিল্ এই জের ধরে সোমবার (১৩ নভেম্বর) মঞ্জুরের বড় ভাই কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও মামাতো ভাই পলাশকে রাস্তায় পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে জাইদুলের নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মিজানকে কুপিয়ে আহত করে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় মারা যান মিজান।