রেল ক্রসিংয়ে আটকে পড়া ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ১

গাজীপুরঢাকা-টাঙ্গাইল রেল সড়কে রেল ক্রসিংয়ে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের সঙ্গে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের সংঘর্ষে ট্রেনচালক নিহত হয়েছেন। কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সকালে তা স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ট্রেনচালকের নাম শরীফ হোসেন। তার লাশ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেছে পুলিশ।
এসআই রকিবুল হক জানান, ওই রেল সড়কের বক্তারপুর এলাকায় অবৈধ রেল ক্রসিংয়ে এসে ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেল ক্রসিংয়ে এসে পৌঁছালে ট্রেনটি সরাসরি ট্রাককে ধাক্কা দেয়। এর আগেই ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। তবে ট্রেনচালক শরীফ ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় ট্রাকটি ট্রেন লাইনের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রেনটি লাইনচ্যুত হয়নি। দুর্ঘটনার পর রাতে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে সকাল সাড়ে ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান এসআই রকিবুল।