পোশাক কারখানায় আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা

 নরসিংদীতে পোশাক কারখানায় আগুন
নরসিংদীর মাধবদীতে একটি পোশাক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে মাধবদী পৌরসভার আনন্দি মহল্লার জিএস ফেব্রিক্স কারখানায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকালে হঠাৎ করে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তেই পুরো কারাখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জিএস ফেব্রিক্স কারখানা মালিকের ছেলে দোলন সাহা জানান, অগ্নিকাণ্ডে কারখানার দেড়শ’ মেশিন ও মেশিনে থাকা কাপড় পুড়ে গেছে। আগুনে অত্যাধুনিক এই মেশিনগুলোও সম্পূর্ণ অকেজো হয়ে গেলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। তাই প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: মুজিবুর রহমান জানান, খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। নরসিংদী থেকেও ফায়ার সার্ভিস সেখানে পাঠানো হয়েছিল। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও পড়ুন: বিআরটিসি বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ