জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাসাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দাঁড়িয়ে কিছু সময় নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিন বাহিনীর প্রধানরাও সেখানে উপস্থিত ছিলেন। জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা

পরে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়েই শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠিকতা। জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধারাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।  তবে সাধারণ মানুষ প্রবেশ করার আগেই শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ভারতীয় প্রতিনিধি দল, ১৪ দল, বীরশ্রেষ্ঠদের পরিবার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা ও সংগঠন।জাতীয় স্মৃতিসৌধে ১৪ দলের শ্রদ্ধা

স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন হাজারো জনতা।তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভোর রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়।