শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে দুই জন আহত

গুলিবিদ্ধ একজন




গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক ব্যবসায়ী ও তার কর্মচারী আহত হয়েছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, রঙ্গিলা বাজারের রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক উপজেলার নান্দিয়া সাঙ্গুইন এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল আহমেদ (৩০) এবং ওয়ার্কসপ কর্মচারী ভোলা সদর উপজেলার কানাইনগর এলাকার আবুল বাশারের ছেলে হাসনাইন (২৬)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাত পৌণে ৯টার দিকে রুবেল তার ওয়ার্কসপ বন্ধ করে কর্মচারী হাসনাইনকে নিয়ে মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তার দিকে যচ্ছিল। মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে আসলে ঢাকাগামী সাদা প্রাইভেটকার (ঢাক মেট্টো-খ-১১-২৩৬৪) থেকে দুর্বৃত্তরা মোটরসাইকেলটিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তারা মহাসড়কের পাশে পরে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। হামলাকারীদের আটকে এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।



আল হেরা হাসপাতালের চিকিৎসক শোয়ায়েব হৃদয় জানান, রুবেলের কোমরের নিচে এবং হাসনাইনের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


 আরও পড়ুন: কালিয়াকৈরে কসমেটিক্স কারখানায় আগুন: দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু