আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূতি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাভোকেট আসাদুজ্জামান খান বলেছেন, ‘এতো প্রতিকূলতা ও চ্যালেঞ্জের পরও বাংলাদেশে শান্তি বিরাজ করছে। বাংলাদেশ এখন শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে সারাবিশ্বে নিজের জায়গা করে নিয়েছে। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু আমাদের দেশের মতো এতো ভালো ও ধর্মপরায়ণ মানুষ খুব কমই দেখেছি। এ কারণে দেশ থেকে জঙ্গিবাদ সমূলে উৎপাটন করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি। এসব ভয়ংকর জঙ্গিদের নির্মূলে বিভিন্ন শ্রেণিপেশার ও ধর্মের মানুষ সহযোগিতা করছে।’ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুরে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশের হাল ধরে আছেন, ততদিন দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। যত ষড়যন্ত্র আসুক, যত বাধা আসুক বাংলাদেশ এগিয়ে যাবেই। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের মাধ্যমে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উপনীত হতে যাচ্ছি। আগামী ২০২১ সালের মধ্যেই আমরা এটি অর্জন করতে পারবো।’

আমরা যখন ক্ষমতায় আসি তখন আমাদের দারিদ্রের হার ছিল ৪৫ থেকে ৪৮ ভাগ। মাননীয় প্রধানমন্ত্রী এই হার ২২ এ নামিয়ে এনেছেন এবং হতদরিদ্রের হার ১২ ভাগের নীচে। সরকারের বিভিন্নমুখী উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন,‘শুধু কথায় নয়, সব কিছু বাস্তবে পরিণত করাই এ সরকারের কাজ। প্রধানমন্ত্রী তার কর্মের মাধ্যমে তা দেখিয়ে দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে বিশ্বে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি লাভ করবে।’

নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসিন নাজির এর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, নরসিংদী-৪ আসনের সাংসদ (মনোহরদী-বেলাব) অ্যাভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-৩ (শিবপুর) এর সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান প্রমুখ।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় একজন নিহত