জামায়াত নিষিদ্ধের বিষয়ে আমাদের মধ্যে মতভেদ রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো)মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘জামায়াত নিষিদ্ধের বিষয়টি নিয়ে আমাদের মধ্যেই মতভেদ রয়েছে। কেউ রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে, আবার কেউ আদালতের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ করতে চাচ্ছেন। তবে বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই এর আগে এটি নিষিদ্ধ করা হলে দেশ-বিদেশে এ নিয়ে কথা উঠবে। আদালত যতো তাড়াতাড়ি এ বিষয়ে রায় দেবে আমরা তত তাড়াতাড়ি ব্যবস্থা নেবো।’

শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, জহিরুল ইসলাম খান, দেলোয়ার হোসেন দেলু, অধ্যাপক এনামুল হক, লিটন খান প্রমুখ। পরে মন্ত্রী আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সদস্যদের মাঝে নবায়ন ফরম বিতরণ করেন।