যথাসময়ে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জে ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু যথাসময়ে উদ্বোধন করা হবে। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। পদ্মা সেতু এখন স্বপ্নের সীমানা পেরিয়ে। পিয়ারের ওপর স্প্যান স্থাপন করা হবে।’ শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।



তিনি আরও বলেন, ‘এই সেতুটি ৬ দশমিক ১৫ কিলোমিটার। পৃথিবীর অন্যতম নদীর ওপরে এটি দীর্ঘতম সেতু। পদ্মা সেতু নির্মাণকাজ এখন দৃশ্যমান। পদ্মা সেতু খুব আনপ্রেডিক্টেবল সেতু, নিচে যে সয়েল কনডিশন সেটা পরিমাপ করা চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের এক্সপার্টরা তা করে দেখাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্প এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।