চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সাভারসাভারের ধামরাইয়ে বকুল হোসেন (৩২) নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকার ব্রিজের নিচ থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ধামরাই থানার পুলিশ পরিদর্শক জাকারিয়া হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বকুল হোসেন নিলফামারী জেলার এলাকার ঢাউতারা গ্রামের গফুর হোসেনর ছেলে। সে তার পরিবারের সদস্যদের নিয়ে কালামপুর এলাকায় বসবাস করতো এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  সোমবার ভোরে বকুল হোসেন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। পরে সকালের দিকে দুর্বৃত্তরা চালকের বেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় বকুল বাধা দিলে তার হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে  সকাল দশটার দিকে ধামরাই থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ পরিদর্শক জাকারিয়া হোসাইন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।