শশীর যে ছবি এখন বাবা-মায়ের কাছে শেষ স্মৃতি

শশীর যে ছবি এখন বাবা-মায়ের কাছে শেষ স্মৃতিমানিকগঞ্জে সুপরিচিত ডা. রেজা হাসান আর কামরুন নাহার বেলীর একমাত্র সন্তান তাহিরা তানভীন শশী। মেয়েকে হারিয়ে নির্বাক এখন পুরো পরিবার। মনের অবস্থা প্রকাশের ভাষা হারিয়েছেন তারা। সর্বশেষ ঢাকায় তাদের এক আত্মীয়ের (শশীর খালাতো বোনের বিয়ে) বিয়ের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে শশীর ছবিই এখন তাদের শেষ স্মৃতি।

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন তাহিরা তানভীন শশী। তবে তার স্বামী ডা. রেজওয়ানুল হক শাওন বেঁচে আছেন। আহত অবস্থায় নেপালের ওম হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাওনের মামা আইনজীবী আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নেপালে তার পরিবারের ৫ জন সদস্য অবস্থান করছেন। সেখান থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ডা. শাওন আশঙ্কামুক্ত।’

শশীর বাবা ডা. রেজা হাসান জানান, তার মেয়ের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। ভাতিজা পারভেজ রেজা কনক, ভাই কাজী ইকবাল রাতেই নেপালে চলে গেছেন। শারীরিক অবস্থা ভালো না থাকায় প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত নেপালে যাওয়া হয়নি তার।

শশীকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েছেন। এর আগে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করেন।

সোমবার (১২ মার্চ) ইউএস বাংলা বিমানে করে শশী ও তার স্বামী শাওন নেপালে যাচ্ছিলেন তাদের সপ্তম বিবাহ বার্ষিকী পালন করতে। কিন্তু নেপালের মাটিতে পা ছোঁয়ানোর আগেই বিমানটি দুমড়ে মুচড়ে যায়। ২০১১ সালে শশী আর শাওনের বিয়ে হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আরও পড়ুন- বেঁচে আছেন ডা. শাওন