কেরানীগঞ্জে ‘পুলিশের সোর্স’ খুনের ঘটনায় মামলা

 

খুনঢাকার কেরানীগঞ্জে পুলিশ সোর্সকে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সাথী আক্তার মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করেছেন। নিহতের নাম মো. মোরশেদ তালুকদার ওরফে মশিউরের (৩১)।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই এসএম মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মশিউরকে দুর্বৃত্তরা বাসা থেকে ডেকে নেয়। পরে কুশিয়ারবাগ খেয়াঘাট এলাকায় ধারালো ছোরা দিয়ে তাকে ধাওয়া করে। মশিউর বাঁচার জন্য বুড়িগঙ্গা নদীতে ঝাপ দেন। দুর্বৃত্তরা নদীতে নেমে নৌকার বৈঠা দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে মশিউরের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।’

মশিউর জিনজিরা কসাইভিটা এলাকায় হাজী সামসু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বানাই গ্রামে।

নিহতের স্ত্রী সাথী আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার স্বামী উকিলের মুহুরির কাজ করতেন। তবে তিনি পুলিশের সোর্স ছিলেন কি-না তা আমার জানা নেই।’