প্রিয়ক ও তার মেয়ের লাশ আনতে শাহজালালে যাচ্ছেন স্বজনরা

ফারুক হোসেন প্রিয়কনেপালের ত্রিভুবনে বিমান বিধ্বস্তে নিহত ফারুক হোসেন প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ংময়ীর লাশ আনতে হযরত শাহজালাল বিমান বন্দরে যাচ্ছেন স্বজনরা।

বিমান দুর্ঘটনায় আহত মেহেদী হাসানের বাবা ও প্রিয়কের মামা তোফাজ্জল হোসেন, চাচাতো ভাই লুৎফর রহমান, ভগ্নিপতি আকরাম হোসেন কাজল পরিবারের পক্ষ থেকে লাশ আনতে বিমান বন্দরে যাচ্ছেন। অসুস্থতার কারণে প্রিয়কের মা ফিরোজা বেগম বিমান বন্দরে যাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই লুৎফর রহমান।

নিহত প্রিয়কের চাচাতো ভাই লুৎফর রহমান জানান, সোমবার মরদেহ দুটি বাড়িতে আনার পর মঙ্গলবার সকাল ৯টায় শ্রীপুরের (জৈনা বাজার) আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ মাঠ ও বেলা ১১টায় জৈনা বাজার এলাকার মাদবর বাড়ি মাঠে দু’দফা জানাজা শেষে প্রিয়কের বাড়ির সামনেই দাফন করা হবে।

তিনি আরও জানান, ছেলে ও নাতনির মৃত্যুর সংবাদ শোনার পর থেকে প্রিয়কের মা ফিরোজা বেগম একেবারেই ভেঙে পড়েছেন। উচ্চ রক্তচাপ থাকায় তাকে চিকিৎসকের পরামর্শে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিমান দুর্ঘটনায় আহত প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বামী ও মেয়ের মৃত্যুর খবর তাকে এখনও জানানো হয়নি।