পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভারগাঁও এলাকায় রাস্তায় গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা চালায় একদল ডাকাত। এসময় পুলিশের গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এর আগে একটি অ্যাম্বুলেন্স এবং একটি লেগুনায় ডাকাতি করে তারা।  রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, রবিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় রাস্তায় কলাগাছ ফেলে রোগীবাহী অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৬-৭ জনের ডাকাতদল। এসময় ডাকাতরা দেশীয়  অস্ত্র নিয়ে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ ৬ যাত্রীকে মারধর করে ৬টি মোবাইল সেট, নগদ ২৫ হাজার টাকা ও ৩টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের ঝুমকা লুট করে। পরে আরও একটি লেগুনাকে আটকে এর চালক মো. রুবেলকে মারধর করে ১টি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে। পরে ডাকাতরা ওই এলাকার টহলরত পুলিশের একটি গাড়িকে আটকায় ও ডাকাতির চেষ্টা করে। পুলিশ এ সময় ডাকাতদের ওপর আত্মরক্ষার্থে গুলি চালায়। পুলিশের গুলিতে মো. মারুফ হোসেন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে  মারুফসহ  মো. রনি নামে আরও এক ডাকাতকে গ্রেফতার করা হয় । তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।  

তিনি আরও জানান, গুলিবিদ্ধ ডাকাতকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।