তৃতীয় জানাজা শেষে রিমনের দাফন সম্পন্ন

৯৮৭

মঙ্গলবার সকাল ১০টার দিকে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত এস এম মাহমুদুর রহমান রিমনের দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রিমনকে দাফন করা হয়েছে। তিনি রানার অটোমোবাইলসের সিনিয়ার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে রিমনের মৃতদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছে। সকাল ৯টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া রিমনের বাড়িতে আসেন। এসময় তিনি তার পরিবারকে প্রশাসসের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেন। এছাড়া নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন পরিবারকে আরও পঞ্চাশ হাজার টাকা দেন।

সন্তানের লাশ দেখে মায়ের বুক ফাটা আর্তনাদ

সকাল ১০টার দিকে লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে রিমনের তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় জানাজায় অংশ নেয় নগরকান্দার উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভো, লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: নেত্রকোনায় এক সপ্তাহ ধরে স্কুল ছাত্র নিখোঁজ