মানিকগঞ্জে মাইক্রোবাসে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার প্রধান আসামি নজরুল







ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি নজরুল ইসলাম গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানা পুলিশ বুধবার সকালে দুধবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নজরুল ইসলাম ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল বলে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান।

তিনি জানান, আসামিকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গত বছর ২৬ মে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন ওই নির্যাতিত গৃহবধূ। পুলিশ এতোদিনেও তাকে গ্রেফতার না করায় নির্যাতিতা অভিযোগ করেন, সরকারি দলের প্রভাবশালী যুবলীগ নেতার সঙ্গে আসামি নজরুলের সখ্যতা থাকায় পুলিশ আসামি নজরুলকে গ্রেফতার করছে না।
মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর মো. আশফাক রাজিব মামলাটি তদন্ত করেছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০১৭ সালের ২৩ মে গ্রামের বাড়ি দৌলতপুরের বাসাইল থেকে বিকাল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার দুধবাজার এলাকার ব্যবসায়ী নজরুলের দোকানে বকেয়া টাকা পরিশোধ করতে গেলে নজরুল তাকে জানায়, আমিও ঢাকার গাবতলী যাব, দু’জন এক সঙ্গেই যাই। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে করে ব্যবসায়ী নজরুলের সঙ্গে তিনি রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে সদর থানার জাগীরে ধলেশ্বরী এলাকা থেকে অপরিচিত আরও তিন জন লোক মাইক্রোবাসে উঠে। এ সময় তিনি আপত্তি জানালে তারা ওড়না দিয়ে বাদীর দু’হাত-পা বেঁধে ফেলে। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে রাত ১১টা পর্যন্ত তারা ধর্ষণ করে। পরে রাত ১২টা ৫৫ মিনিটের দিকে তাকে সাভারে নামিয়ে দেয়। পরে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে ভর্তি হন।
আরও পড়ুন: জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস রোধ করতে পারে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষামন্ত্রী