পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে একঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর আগে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।




বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে আবার ফেরি চলাচল শুরু করা হয়।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় প্রায় সহস্রাধিক যানবাহন আটকে ছিল। ফেরি চলাচল শুরু হওয়ার পর যানবাহন পারাপার শুরু হয়েছে।