রাজবাড়ীতে গরু বাঁচাতে গিয়ে দোকানির মৃত্যু

রাজবাড়ীরাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আগুনের হাত থেকে পোষা গরুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন জাহিদ মোল্লা (৩৬) নামে এক মুদি দোকানি। বুধবার (২১ মার্চ) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জাহিদ সুলতানপুর গ্রামের মালেক মোল্লার ছেলে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে জাহিদের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে যায়। এ সময় জাহিদ গরু বাঁচাতে দড়ি কাটার জন্য গোয়াল ঘরে ঢুকলে তার শরীরে আগুন লেগে যায়। এতে জাহিদ দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়।